রাশিয়ার কাছে হার না মানার ঘোষণা দিয়েছেন ইউক্রেন। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, দখলদারদের কাছে ইউক্রেন কখনও আত্মসমর্পণ করবে না। এছাড়া রাশিয়ার সেনাদের আন্তর্জাতিক আইন ভঙ্গের জন্য শাস্তি দেয়ার হুঁশিয়ারি দিয়েছে কিয়েভ।
ইউক্রেনের উত্তর-পূর্বাঞ্চলীয় সামি অঞ্চলে ড্রোন হামলায় বহু হতাহতের ঘটনা ঘটেছে। শহর হালখিভের আবাসিক ভবনে ড্রোন হামলার ঘটনা ঘটেছে।
রাশিয়ার এসব হামলার পরই ইউক্রেন যুদ্ধের ১০০০ দিনে এসে নতি স্বীকার না করার অঙ্গীকার করলেন। যুদ্ধ পরিস্থিতি নিয়ে ইউরোপীয় পার্লামেন্টের এক বিশেষ অধিবেশনেও জেলেনস্কির ভাষণ দেওয়ার কথা রয়েছে।
জেলেনস্কি জানিয়েছেন, রাশিয়া ইউক্রেনের সীমান্ত অঞ্চলে ত্রাস সৃষ্টি করে চলেছে। তাদের হামলায় এটিই প্রতিপন্ন হচ্ছে। পুতিন চান যুদ্ধ চলতে থাকুক। তিনি শান্তি নিয়ে আলোচনা করতে আগ্রহী নন।