English

17 C
Dhaka
শনিবার, জানুয়ারি ১৮, ২০২৫
- Advertisement -

রমজানে কর্মঘণ্টা কমাল আরব আমিরাত

- Advertisements -

পবিত্র রমজান মাস উপলক্ষে সরকারি চাকরিজীবীদের জন্য কর্মঘণ্টা কমানোর ঘোষণা দিয়েছে সংযুক্ত আরব আমিরাত।

দুবাইভিত্তিক সংবাদমাধ্যম খালিজ টাইমস এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

দেশটির কেন্দ্রীয় কর্তৃপক্ষের জারি করা এক আদেশে বলা হয়েছে, সরকারি অফিস সোমবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত সকাল ৯টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত। আর শুক্রবার ৯টা থেকে ১২টা পর্যন্ত চলবে। এ ছাড়া অনেক কর্মীকে বাড়ি থেকে কাজ করার সুযোগ দিচ্ছে দেশটি।

রমজানে শারীরিক ধকল সামলে কাজ অব্যাহত রাখতে এ উদ্যোগ নিয়েছে মধ্যপ্রাচ্যের এই দেশটি।

শুধু কর্মঘণ্টা নয়, রমজান উপলক্ষে দ্রব্যমূল্য কমানোসহ বেশ কিছু পদক্ষেপ নিয়েছে আরব আমিরাত। দেশটির অনেক ব্যবসায়ী কয়েক হাজার পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত ছাড় ঘোষণা করেছে।

এদিকে আন্তর্জাতিক জ্যোতির্বিদ্যা সংস্থা ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমিক্যাল সেন্টারের (আইএসি) তথ্যমতে, আগামী ২২ মার্চ মধ্যপ্রাচ্যের আকাশে রমজানের চাঁদ দেখা যাবে। ফলে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে ২৩ মার্চ থেকে রোজা শুরু হবে। সেক্ষেত্রে তার একদিন পর বাংলাদেশ, ভারত ও পাকিস্তানে শুরু হবে। যদিও চাঁদ দেখার ওপর সব কিছু নির্ভর করবে।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন