পবিত্র রমজান মাস উপলক্ষে সারাবিশ্বের মুসলিমদের শুভেচ্ছা জানিয়েছেন পবিত্র মসজিদুল হারামের ইমাম ও মক্কা-মদিনার দুই মসজিদের পরিচালনা পর্ষদের প্রধান শায়খ আবদুর রহমান আল সুদাইস। গতকাল শুক্রবার (১ এপ্রিল) রমজানের প্রথম তারাবির আগে পবিত্র কাবা প্রাঙ্গণে সমবেত মুসল্লিদের শুভেচ্ছা জানিয়ে সংক্ষিপ্ত ভাষণ দেন তিনি।
শুভেচ্ছা বক্তব্যে তিনি বলেন, ‘প্রিয় মুসলিম, পবিত্র রমজান মাস উপলক্ষে আপনাকে শুভেচ্ছা। এ মাসে পবিত্র কোরআন অবতীর্ণ হয়েছে।
এ মাস রোজা ও নামাজের মাস। মহান আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন এবং আমাদের সবাইকে জাহান্নাম থেকে রক্ষা করুন। ’
তিনি সমবেত মুসল্লিদের স্বাস্থ্যবিধি মানার পাশাপাশি পবিত্র স্থানের শিষ্টাচার পালনে সবাই সজাগ থাকার আহ্বান জানান। এসময় তিনি সবাই পবিত্র রমজানের সময়গুলোতে মুসলিমদের ইবাদত, তিলাওয়াত, জিকির ও দোয়ার মধ্যে কাটাতে বলেন।
এছাড়া পবিত্র মসজিদে আগত নারী মুসল্লিদের ইসলামী শিষ্টাচার মেনে হিজাব পরে পুরুষদের সঙ্গে না মেশার আহ্বান জানান তিনি। এছাড়া মসজিদ চত্বরে আসা শিশু-কিশোরদের সুন্দরভাবে কথা বলেন।