ভারতের সবচেয়ে পরিষ্কার শহর বলা হয় মধ্যপ্রদেশের ইন্দোর শহরকে। টানা কয়েকবারই পরিচ্ছন্ন শহরের তালিকায় শীর্ষ অবস্থানে রয়েছে এটি। পরিচ্ছন্নতা প্রতিযোগিতা, নগর সরকার, প্রযুক্তিগত সংস্থা, সুশীল সমাজ গোষ্ঠী এবং যারা শহরের পরিচ্ছন্নতা ও স্থায়িত্বের দায়িত্বে নিযুক্ত রয়েছেন তাদের জন্য ইন্দোর শহরের স্থানীয় কর্তৃপক্ষের কাছ থেকে গুরুত্বপূর্ণ অনেক কিছুই শেখার আছে।
দ্য অ্যানালাইসিসের এক প্রতিবেদনে ভারতের সবচেয়ে পরিষ্কার শহরের তালিকায় থাকা ইন্দোরের সফলতা এবং গুরুত্বপূর্ণ যাত্রা থেকে তিনটি গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরা হয়েছে। এসব বিষয়ের কারণেই মূলত আজ ইন্দোরকে সবচেয়ে পরিচ্ছন্ন শহর বলে মনে করা হয়। গুরুত্বপূর্ণ এই বিষয়গুলো হচ্ছে-
সহযোগিতা
ইন্দোরের স্থানীয় সরকার, স্থানীয় নাগরিক এবং সুশীল সমাজ হাতে হাত মিলিয়ে কাজ করছে। এটাই সম্ভবত তাদের সফলতার অন্যতম কারণ। ইন্দোরকে পরিচ্ছন্ন শহর হিসেবে গড়ে তুলতে সবাই সমান ভূমিকা পালন করছে। তারা মনে করে ব্লেম-গেম কৌশল নিয়ে খেলার দিন এখন আর নেই। সবাইকে হাতে হাত মিলিয়ে শহরের জন্য কাজ করে যেতে হবে।
এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি বিষয়। শুধু ইন্দোরের স্থানীয় সরকারই নয় বরং সেখারকার জনপ্রতিনিধিরা এবং সেই সঙ্গে কেন্দ্রীয় সরকারও ইন্দোরের মানব সম্পদ ব্যবস্থাপনার মডেলের প্রতি গভীর আগ্রহ দেখাচ্ছে। নীতিনির্ধারক এবং প্রশাসকরা নিশ্চিত করেছেন যে ‘ইন্দোর মডেল’ টেকসই এবং স্থিতিস্থাপক থাকবে।