English

16 C
Dhaka
সোমবার, ডিসেম্বর ২৩, ২০২৪
- Advertisement -

যুদ্ধবিরোধী পোস্টার নিয়ে আলোচনায় আসা সেই ‍রুশ সাংবাদিককে পলাতক ঘোষণা

- Advertisements -

লাইভ অনুষ্ঠানে যুদ্ধবিরোধী পোস্টার তুলে ধরে আলোচনায় আসা রুশ সাংবাদিক মারিনা ওভসিয়ানিকোভাকে পলাতক ঘোষণা করা হয়েছে। রাশিয়ার সরকারি গণমাধ্যম তাসের খবরে বলা হয়েছে, মারিনাকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়ান্টেড লিস্টে রাখা হয়েছে।

তাসের খবরে পররাষ্ট্র মন্ত্রণালয়কে উদ্ধৃত করে বলা হয়েছে, মারিনা ওভসিয়ানিকোভা ১৯৭৮ সালের ১৯ জুন সাবেক সোভিয়েতভুক্ত ইউক্রেনের ওডেসা শহরে জন্মগ্রহণ করেন। রুশ ফেডারেশনের অপরাধ আইনের ধারা অনুসারে, তাকে পলাতক তালিকাভুক্ত করা হয়েছে।

উল্লেখ্য, মার্চে রাশিয়ার সরকারি টিভি ‘চ্যানেল ওয়ান’–এ ১৫ মার্চ সন্ধ্যায় খবর পড়ছিলেন এক নারী। এ সময় সেখানে যুদ্ধবিরোধী প্ল্যাকার্ড হাতে উপস্থিত হন চ্যানেলটির সাংবাদিক মারিনা। তার প্ল্যাকার্ডে লেখা ছিল- ‘যুদ্ধ নয়, যুদ্ধ বন্ধ করো, প্রচারণায় বিশ্বাস করো না, তারা এখানে মিথ্যা বলছে’।

এই মামলায় চলতি মাসের ৯ অক্টোবর পর্যন্ত মারিনার গৃহবন্দীর নির্দেশনা ছিল আদালতের।

মারিনার সাবেক স্বামী ইগর ওভিসিয়ানিকভ শনিবার বলেন, নিজের কন্যাকে নিয়ে মারিনা গৃহবন্দী থেকে পালিয়ে গেছেন।

মারিনার আইনজীবী দিমিত্রি জাখভাতোভ সিএনএনের এক প্রশ্নের জবাবে বলেন, নিজের কন্যাকে নিয়ে মারিনা পালিয়েছে কিনা তা বলতে পারব না। তবে আমি জানি তিনি পালিয়ে গেছেন।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন