যুক্তরাষ্ট্রের সঙ্গে রাশিয়ার সম্পর্ক গত কয়েক বছরের মধ্যে এখনই সর্বনিম্নে পৌঁছেছে বলে জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। আগামী ১৬ জুন সুইজারল্যান্ডের জেনেভা শহরে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে বৈঠক সামনে রেখে এমনটাই জানালেন তিনি।
মার্কিন এনবিসি টেলিভিশন চ্যানেলকে দেয়া এক সাক্ষাৎকারে পুতিন আরও বলেন, ট্রাম্প এমন একজন প্রেসিডেন্ট ছিলেন যারা আচরণ মার্কিন রাজনীতি স্ট্যান্ডার্ডের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। বাইডেন প্রসঙ্গে রুশ প্রেসিডেন্ট বলেন, তিনি দীর্ঘ রাজনৈতিক ক্যারিয়ারের ব্যক্তি এবং আশা করা যায় তার সঙ্গে আসন্ন বৈঠক ফলপ্রসূ হবে।
উল্লেখ্য, গত জানুয়ারি মাসে জো বাইডেন আমেরিকার প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতায় আসার পর এই প্রথম তার সঙ্গে মুখোমুখি বৈঠকে বসতে যাচ্ছেন পুতিন। বিভিন্ন বিষয় নিয়ে দুপ’ক্ষের মধ্যে নানা বাকবিতণ্ডার কয়েক মাস পর শেষ পর্যন্ত এই বৈঠক হতে যাচ্ছে।