English

33 C
Dhaka
মঙ্গলবার, এপ্রিল ১, ২০২৫
- Advertisement -

যুক্তরাষ্ট্রে প্রবল বৃষ্টি-বন্যায় ৯ জনের প্রাণহানি

- Advertisements -
যুক্তরাষ্ট্রে প্রবল বৃষ্টি ও বন্যায় কমপক্ষে ৯ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে শুধুমাত্র কেন্টাকিতেই মারা গেছেন আটজন। মূলত প্রবল বর্ষণের জেরে উত্তর আমেরিকার এই দেশটির দক্ষিণ-পূর্বাঞ্চলের কিছু অংশ প্লাবিত হয়েছে এবং অনেক স্থানে রাস্তা ও ঘরবাড়ি ডুবে গেছে। খবর বিবিসির।

কেন্টাকির গভর্নর অ্যান্ডি বেশিয়ার জানিয়েছেন, তার রাজ্যে আটজন মারা গেছেন এবং এই সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তিনি। বন্যার পানিতে আটকা পড়া শত শত মানুষকে উদ্ধার করা হয়েছে।

তিনি বাসিন্দাদের পরামর্শ দিয়ে বলেছেন, এই মুহূর্তে রাস্তায় বের হওয়া থেকে দূরে থাকুন এবং নিজেদের নিরাপদ রাখুন। ঝড়ের কারণে প্রায় ৩৯ হাজার বাড়িতে বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে গেছে।

তবে তিনি সতর্ক করে বলেছেন, কিছু এলাকায় তীব্র বাতাসের কারণে ভোগান্তি আরো বাড়তে পারে।

অন্যদিকে জর্জিয়ায় বৃষ্টির ফলে উপড়ে পড়া একটি গাছের আঘাতে ঘুমন্ত এক ব্যক্তির মৃত্যু হয়েছে, যা নবম প্রাণহানির ঘটনা হিসেবে রেকর্ড হয়েছে।

কেন্টাকি, জর্জিয়া, আলাবামা, মিসিসিপি, টেনেসি, ভার্জিনিয়া, পশ্চিম ভার্জিনিয়া এবং নর্থ ক্যারোলাইনা—এই আটটি রাজ্যে সপ্তাহান্তে বিভিন্ন মাত্রার ঝড়সংক্রান্ত সতর্কতা জারি করা হয়েছিল। রাজ্যগুলোর বেশিরভাগই সেপ্টেম্বর মাসে হ্যারিকেন হেলেনের আঘাতে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছিল।
আবহাওয়াবিদরা বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্র এই মৌসুমে সবচেয়ে ঠান্ডা আবহাওয়া পেতে চলেছে। 
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন