English

26 C
Dhaka
বৃহস্পতিবার, ডিসেম্বর ২৬, ২০২৪
- Advertisement -

যুক্তরাষ্ট্রে ঈদ উদযাপনে গুলি, আহত ৩

- Advertisements -

যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়া রোজার শেষে ঈদ উদযাপনের সময় গুলির ঘটনা ঘটেছে। বুধবার (১০ এপ্রিল) প্রতিদ্বন্দ্বীদের এই বন্দুকযুদ্ধে তিনজন আহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ। ফরাসি বার্তা সংস্থা এ খবর জানিয়েছে।

পুলিশ বিস্তারিত কোনও কিছু না জানিয়ে বলেছে, ঈদুল ফিতর উপলক্ষে একটি দলের ওপর হামলা করা হয়েছে।

পুলিশ কমিশনার কেভিন বেথেল সাংবাদিকদের বলেন, আজকে আমরা খুবই ভাগ্যবান। কারণ কেই গুলি বিদ্ধ হয়ে নিহত হয়নি।

তিনি বলেন, প্রায় এক হাজার মানুষ এক সঙ্গে ঈদ উদযাপন করছিল। সেখানে অন্তত ৩০টি গুলির শব্দ শোনা গেছে। দুটি প্রতিপক্ষ এই ঘটনা ঘটিয়েছে।

পুলিশের গুলিতে ১৫ বছর বয়সী একজন সশস্ত্রসহ তিনজন আহত হয়েছেন। তাদের হাতে পায়ে গুলি লেগেছে।

পুলিশ জানিয়েছে, একজন কিশোরসহ পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে। তাদের কাছ থেকে পাঁচটি বন্দুক উদ্ধার করা হয়েছে।

ফিলাডেলফিয়া মুসলিম সম্প্রদায়ের প্রতি শোক প্রকাশ করে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পেনসিলভানিয়ার গভর্নর জোশ শাপিরো বলেন, ঈদ আমাদের মুসলিম প্রতিবেশীদের জন্য সবসময় আনন্দের সময় হওয়া উচিত।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন