ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে ‘গুরুত্বপূর্ণ ও আন্তরিক’ আলোচনা চান পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ।
দুবাইভিত্তিক আল আরাবিয়া টিভিকে দেওয়া সাক্ষাৎকারে শাহবাজ শরিফ বলেছেন, ভারতের সাথে তিনটি যুদ্ধ থেকে পাকিস্তান শিখেছে শান্তিটা জরুরি।
নওয়াজ শরীফ বলেছেন, ‘ভারতের নেতৃত্ব ও প্রধানমন্ত্রী মোদির প্রতি আমার বার্তা আলোচনার টেবিলে বসা দরকার। আর সেখানে গুরুত্বপূর্ণ ও আন্তরিক আলোচনায় কাশ্মিরসহ বিবদমান সব বিষয়ে সমাধান করা জরুরি। এটা আমাদেরকে শান্তিতে বসবাস করতে দেবে এবং উন্নতিও হবে। আর একে অন্যের সাথে ঝগড়া করলে হবে সম্পদ ও সময়ের ক্ষয়।’
শরিফের দাবি, ভারত-পাকিস্তান তিন যুদ্ধে কেবল দুর্দশা, দারিদ্র্য ও বেকারত্ব এসেছে। তিনি বলেন, ‘আমরা আমাদের শিক্ষা নিয়েছি, আমরা ভারতের সাথে শান্তিতে বসবাস করতে চাই।’