English

19 C
Dhaka
বৃহস্পতিবার, ডিসেম্বর ২৬, ২০২৪
- Advertisement -

মুম্বাইয়ে আবাসিক ভবন ধসে নিহত ১১, আহত ১৮

- Advertisements -

ভারতের মহারাষ্ট্রের রাজধানী মুম্বাইয়ের একটি আবাসিক ভবন ধসে পড়ে অন্তত ১১ জনের মৃত্যু হয়েছে এবং আরো অন্তত ১৮ জন আহত হয়েছে। ভারতীয় গণমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে জানিয়েছে, নিহতদের মধ্যে আটজনই শিশু।

এনডিটিভি আরো জানিয়েছে, বুধবার রাতে মুম্বাইয়ের মালাদ এলাকায় বহুতল একটি ভবন ধসে পড়ে। পাশে অবস্থিত বস্তির ওপর ভেঙে পড়ে ভবনটি।

স্থানীয় কর্মকর্তাদের শঙ্কা, ধ্বংসস্তুপের নিচে এখনো বহু মানুষ আটকা পড়ে থাকতে পারেন। তাদের উদ্ধারের জন্য অভিযান অব্যাহত আছে।

সে দেশের সরকারি কর্মকর্তারা বলছেন, পাশের তিনতলা ভবন থেকে লোকজনকে অন্যত্র সরিয়ে নিয়েছেন উদ্ধারকর্মীরা। সেই ভবনের অবস্থাও ভালো নয়। যে কোনো সময় ওই ভবনও ভেঙে পড়ার শঙ্কা রয়েছে।

জানা গেছে, উদ্ধারকারী দলের সঙ্গে কাজ করছেন স্থানীয়রা। ঘটনাস্থল থেকে উদ্ধার করা আহতদের কানদিভালির একটি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

কানদিভালি হাসপাতালের একজন চিকিৎসক জানান, ভবন ধসের ঘটনায় অন্তত ১৮ জন আহত হয়েছে। সেখান থেকে ১১ জনকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়েছিল। বুধবার রাত ১১টা ১০ মিনিট নাগাদ দুর্ঘটনাটি ঘটে।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ

আজকের রাশিফল

- Advertisements -
এ বিভাগে আরো দেখুন