একটি বহুতল অ্যাপার্টমেন্ট ভবন ধসে মিশরের রাজধানী কায়রোতে অন্তত পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ২৪ জন এবং ভবনের ধ্বংসস্তুপের নিচে এখনো বহু মানুষ আটকা পড়ে আছেন। খবর আল-জাজিরার।
আজ শনিবার স্থানীয় সময় ভোরে শহরটির এল-সালাম এলাকায় এই ভবন ধসের ঘটনা ঘটে। জানা গেছে, ১০ তলা ধ্বংসস্তুপের ভেতর থেকে ২৪ জনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। এছাড়া আটকে পড়া বাকিদের উদ্ধারে অভিযান চলছে।