ভারতীয় অভিনেতা ও বিজেপির রাজনীতিবিদ মিঠুন চক্রবর্তীর নির্বাচনী রোড-শোতে জুতো-ইট-বোতল ছোড়ার অভিযোগ উঠেছে। আজ মঙ্গলবার পশ্চিমবঙ্গের মেদিনীপুর শহরে এই ঘটনা ঘটে। বিজেপির অভিযোগ, তৃণমূল এর সঙ্গে জড়িত ছিল।
ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের প্রতিবেদনে বলা হয়, বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পালের সমর্থনে রোড-শো করছিলেন মিঠুন। হঠাৎই বিজেপির মিছিলে পানি ভর্তি প্লাস্টিকের বোতল, জুতো, এমনকি ইটও ছোড়া শুরু হয়।
দেখা যায় প্রচারগাড়ি থেকে জুতো, বোতল না-ছোড়ার অনুরোধ করছেন অগ্নিমিত্রা। তার পরেও অবশ্য পরিস্থিতি স্বাভাবিক হয়নি। সেসময় তুমুল উত্তেজনার সৃষ্টি হয়।
বিজেপির অভিযোগ, এই বিশৃঙ্খলা তৈরির জন্য দায়ী তৃণমূল। দলটির এক যুবনেতার দিকে অভিযোগের আঙুল তুলে বিজেপি নেতারা বলেন, পুলিশের সামনেই তৃণমূল এই কাজ করলেও কোনও পদক্ষেপ নেওয়া হচ্ছে না।
তৃণমূল অবশ্য এই অভিযোগ অস্বীকার করেছে।
আগামী শনিবার ষষ্ঠ দফায় মেদিনীপুর কেন্দ্রে ভোট। তার আগে বিজেপি প্রার্থীর সমর্থনে মেদিনীপুরে প্রচারে আসেন মিঠুন। তৃণমূল মেদিনীপুরে প্রার্থী করেছে দলের বর্তমান বিধায়ক তথা জুন মালিয়াকে।