যুক্তরাষ্ট্রের নির্বাচনের চিত্র যেন ক্ষণে ক্ষণেই পাল্টে যাচ্ছে। মার্কিন প্রেসিডেন্ট কে হবেন তা এখনো নিশ্চিত না হলেও সিনেট এবং হাউজ অব রিপ্রেজেন্টেটিভের অধিকাংশ প্রতিযোগিতার ফলই চূড়ান্ত হয়েছে। যেই প্রার্থীই জয় লাভ করুক, তারা বিভক্ত একটি কংগ্রেসরই সভাপতি হিসেবে দায়িত্ব নেবেন।
রিপাবলিকানদের কাছ থেকে অন্তত চারটি আসন জিতে সিনেটের নিয়ন্ত্রণ ফিরে পাওয়ার আশা ছিল ডেমোক্রেটদের। তবে তারা মাত্র একটি আসন দখল নিতে পেরেছে। ফলে সিনেটে সংখ্যাগরিষ্ঠতা থাকছে রিপাবলিকানদের হাতেই।
আর ‘হাউজ অব রিপ্রেজেন্টেটিভস’এর আসন ভারসাম্যও প্রায় অপরিবর্তিতই রয়েছে। সেখানেও ডেমোক্রেটরা তাদের সংখ্যাগরিষ্ঠতা ধরে রাখবে বলে মনে করা হচ্ছে।
সূত্র: বিবিসি বাংলা।
সাবস্ক্রাইব
নিরাপদ নিউজ আইডি দিয়ে লগইন করুন
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন