English

27 C
Dhaka
বৃহস্পতিবার, ডিসেম্বর ২৬, ২০২৪
- Advertisement -

মারা গেছেন ট্রাম্পের বড় বোন

- Advertisements -

সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বড় বোন এবং সাবেক ফেডারেল জাজ ম্যারিয়েন ট্রাম্প বেরি গতকাল সোমবার মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৬ বছর। ট্রাম্পের ছেলে গতকাল এ তথ্য নিশ্চিত করেছেন। খবর রয়টার্সের।

ডোনাল্ড ট্রাম্প জুনিয়র সাংবাদিকদের বলেছেন, আজ সকালে এখানে এসে দেখতে পাই আমার আন্টি মারা গেছেন। তিনি আরও বলেছেন, আমি তার নাতির সঙ্গে অনেক ঘনিষ্ঠ। আমরা একসঙ্গে সময় কাটাইতাম। এটা আমাদের জন্য একটি কঠিন দিন।

মিডিয়া রিপোর্টের বরাত দিয়ে রয়টার্স বলছে, ম্যানহাটনে নিজ বাসভবনে ট্রাম্প ম্যারি সোমবার সকালে মারা গেছেন। নিউ ইয়র্ক সিটি পুলিশ জানিয়েছে, ৮৬ বছর বয়সী এক নারীকে পঞ্চম অ্যাভিনিউ অ্যাপার্টমেন্টের বেডরুমের ভেতর অচেতন অবস্থায় পাওয়া যায়। পরবর্তী সময়ে তিনি মৃত বলে নিশ্চিত হওয়া গেছে।

ট্রাম্প ম্যারি ঠিক কী কারণে মারা গেছেন তা এখন পর্যন্ত জানা যায়নি বলে প্রতিবেদনে বলা হয়েছে। তবে এ নিয়ে তদন্ত চলছে।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন