English

14 C
Dhaka
শুক্রবার, জানুয়ারি ৩, ২০২৫
- Advertisement -

মানুষ ওদের মেরুদণ্ড ভেঙে দিয়েছে: মমতা

- Advertisements -

লোকসভার ভোটের প্রচারে প্রতিটি সভায় মমতা ব্যানার্জি বিজেপিকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলতেন, ‘ওরা বলছে ৪০০ পার করবে। আগে ৩০০ পেরিয়ে দেখাক। তবে বুঝব।’ সে কথা শুনে পাল্টা কটাক্ষ হানতেন বিরোধী বিজেপি নেতৃত্ব।

অবশেষে আজ মঙ্গলবার মোটামুটি পরিষ্কার হয়েছে বিজেপি এককভাবে ৩০০ পার করতে পারবে না। আপাতত ২৪০-এর ঘরেই থমকেছে পদ্মের ঘোড়া। মিলেছে মমতার ভোট-পূর্বাভাস। বিষয়টি স্পষ্ট হতেই মঙ্গলবার কালীঘাটের বাড়িতে প্রথমে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে বৈঠক করেন মমতা তার পরেই আসেন সংবাদ সম্মেলনে।

এই সংবাদ সম্মেলনে বলেছেন, ‘এই জয় মানুষের জয়, বিরোধী জোট ‘ইন্ডিয়া’র জয়। আমি আমার সমস্ত ‘ইন্ডিয়া’র সঙ্গীদের সমর্থন জানাচ্ছি। যারা আছেন। যারা আমাদের সঙ্গে জুড়তে চান। তাদের প্রত্যেককে আমার শুভেচ্ছা।’ মমতার দাবি, মানুষ ওদের মেরুদণ্ড ভেঙে দিয়েছে।

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বলেছেন, ওরা কম চেষ্টা করেনি। বিধায়কদের অর্থ দিয়েছে, ভয় দেখিয়েছে, কিন্তু শেষপর্যন্ত কিছু  করতে পারেনি। উল্টে যে অযোধ্যা নিয়ে ওরা এত কিছু করল, সেখানেই হেরে গিয়েছে। ’’

মমতা আরও বললেন, ‘আমি খুশি নরেন্দ্র মোদী হেরেছেন। মানুষ ওনাকে জবাব দিয়েছে। তার অবিলম্বে উচিত পদত্যাগ করা। ’

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন