English

17 C
Dhaka
শুক্রবার, জানুয়ারি ২৪, ২০২৫
- Advertisement -

মাদক সেবন করিয়ে নারী মন্ত্রীকে নিপীড়নের অভিযোগ

- Advertisements -

অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ডের এমপি ও দেশটির সহকারী স্বাস্থ্যমন্ত্রী ব্রিটানি লাউগাকে মাদক সেবন করিয়ে যৌন নিপীড়নের অভিযোগ উঠেছে। এমন অভিযোগের প্রেক্ষিতে তদন্ত শুরু করেছে দেশটির আইনশৃঙ্খলা বাহিনী।

৩৭ বছর বয়সি ব্রিটানি লাউগা দেশটির সহকারী স্বাস্থ্যমন্ত্রীর দায়িত্বে রয়েছেন। তিনি জানান, তার নির্বাচনি এলাকা ইয়েপ্পুনে রাতে তার ওপর হামলা চালানো হয়। খবর এনডিটিভি ও বিবিসির।

তিনি বলেন, এটি যে কারো সঙ্গেই ঘটতে পারে এবং দুঃখজনকভাবে এটি আমাদের অনেকের সঙ্গেই ঘটে।

সাম্প্রতিক সময়ে নারীদের প্রতি হিংসার প্রতিবাদে যে বিক্ষোভ হয়েছে তার প্রেক্ষিতে এ ঘটনা ঘটেছে বলে বিবিসি জানিয়েছে।

খবরে বলা হয়, এ ঘটনার পর লাউগা প্রথমে পুলিশ স্টেশনে যান এবং ২৮ এপ্রিল তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

সামাজিক মাধ্যমে মাধ্যমে পোস্ট করা এক বিবৃতিতে তিনি বলেন, হাসপাতালে পরীক্ষা করে আমার শরীরে মাদকের উপস্থিতি নিশ্চিত হওয়া গেছে, যা আমি গ্রহণ করিনি।

কুইন্সল্যান্ড পুলিশ সার্ভিস (কিউপিএস) নিশ্চিত করেছে যে, রোববার ইয়েপ্পুনের একটি ঘটনায় যৌন নিপীড়নের অভিযোগের তদন্ত করছেন কর্মকর্তারা।

এমপি লাউগারের সঙ্গে অন্য নারীরা যোগাযোগ করেন এবং জানান, ওই দিনই সন্ধ্যায় তাদেরও মাদকাসক্ত করা হয়।

এই প্রসঙ্গে তিনি বলেন, এটা ঠিক নয়। মাদকাসক্ত বা লাঞ্ছিত হওয়ার ঝুঁকি ছাড়াই আমাদের শহরে সামাজিকতা উপভোগ করতে সক্ষম হওয়া উচিত।

ব্রিটানি লাউগা প্রায় এক দশক ধরে সংসদে রয়েছেন এবং ২০১৫ সালে কেপেলের আসনে প্রথম নির্বাচিত হন।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন