আফিফ মরুভূমি। সৌদির রাজধানী রিয়াদের পশ্চিমা দিকে যার অবস্থান। সারা বছর ঢাকা থেকে বালুতে। কিন্তু এবার দেখা গেলো এক নজিরবিহীন দৃশ্য। বৃষ্টি ও শিলাবৃষ্টির পর মরুভূমির বিস্তৃর্ণ অঞ্চল ঢাকা পড়েছে নজিরবিহীন তুষারে।
তুষারপাতে ঢাকা পড়া মরুভূমির বেশ কয়েকটি ভিডিও এরই মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এমন বিরল দৃশ্যের কারণে অনেকেই উচ্ছ্বাস প্রকাশ করছেন।
এর আগে দেশটির আবহাওয়া বিভাগ এক পূর্বাভাসে জানায়, রোববার থেকে নতুন আবহাওয়ার মুখোমুখি হচ্ছে সৌদি আরব। মূলত বর্তমান আবহাওয়ার করণে সৌদিজুড়েই বজ্রসহ বৃষ্টির আশঙ্কা করা হচ্ছে।
আবহাওয়াবিদরা রোববার সৌদির উত্তর দিকে একটি এয়ার ডিপ্রেশন চিহ্নিত করেছেন, যা পশ্চিম ও মধ্য অঞ্চলজুড়ে মেঘের সঞ্চার তৈরি করেছে। এতে দক্ষিণ-পশ্চিমাঞ্চল ও রিয়াদ অঞ্চলের অংশে বৃষ্টির আশঙ্কা রয়েছে।