ভারতের মধ্যপ্রদেশে কুয়োর দূষিত পানি পান করে দুইজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। দামোহ শহরের খানছড়ি পাটি গ্রামে ঘটে এ ঘটনা। একই সঙ্গে দূষিত পানি পানের পর অসুস্থ হয়ে বিভিন্ন হাসপাতাল ও স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি রয়েছে আরও ৪৫ জন।
জানা গেছে, খানছড়ি পাটি গ্রামের এক বয়স্ক পুরুষ ও নারী এই পানি পানের পর অসুস্থ হয়ে পড়েন। স্বাস্থ্য বিভাগের চিকিৎসক দল ঘটনাস্থলে পৌছার আগেই তারা মারা যান। এরপর আরও দশ জনকে গুরুতর অসুস্থ অবস্থায় দামোহ জেলা হাসপাতালে ভর্তি করা হয়। পরে নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয় আরও ৩৫ জনকে।
স্থানীয় ও ভুক্তভোগীদের স্বজনরা বলছেন, কুয়োর মধ্যে নোংরা পানি ঢোকার কারণে দূষণ ঘটতে পারে।
চিকিৎসকরা জানিয়েছেন, কূপের দূষিত পানি পানের পর পেটের ভেতর তীব্র প্রদাহ শুরু হওয়ার কারণে তারা অসুস্থ হয়ে পড়েন। তবে বর্তমানে সব রোগীর অবস্থা স্থিতিশীল। পাশাপাশি, স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি হওয়া ব্যক্তিদেরও সঠিক চিকিৎসা শুরু হয়েছে।
স্থানীয়দের অভিযোগ, কেন্দ্রীয় জলশক্তি প্রতিমন্ত্রীর লোকসভা এলাকায় কী করে এ ঘটনা ঘটে? যেখানে জলশক্তি মন্ত্রালয় ২০২৪ সালের মধ্যে ‘জল জীবন’ প্রকল্পের আওতায় ভারতের প্রতিটি বাড়িতে জলের কল লাগানোর পরিকল্পনা করছে।