দুবাই ফেরত এয়ার ইন্ডিয়ার একটি যাত্রীবাহী বিমান ভারতের কোঝিকোড়ে অবতরণের সময় রানওয়ে থেকে ছিটকে গেছে। সেই বিমানে ১৯১ জন যাত্রী ছিল বলে জানিয়েছে দেশটির গণমাধ্যম এনডিটিভি। শুক্রবার স্থানীয় সময় সন্ধ্যা ৭ টা ৪০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় তাৎক্ষণিকভাবে হতাহতের বিষয়টি জানা যায়নি। শুক্রবার দুপুরে দুবাই থেকে ১৯১ জন যাত্রী নিয়ে এয়ার ইন্ডিয়ার এক্সপ্রেস বিমানটি কেরালার কোঝিকোড়ে অবতরণের সময় রানওয়েতেই ছিটকে যায়। এ ঘটনায় উদ্ধার কাজ চলছে। ঘটনাস্থলের ছবিতে দেখা গিয়েছে বিমানটি দু’টুকরো হয়ে রানওয়ে ও তার বাইরেও ছড়িয়ে পড়েছে।