২০২৩ সালের ২৬ ডিসেম্বর থেকে নতুন বছরের ৩ জানুয়ারির মধ্যে লিবিয়া উপকূলে চারটি পৃথক নৌকাডুবির ঘটনায় অন্তত ১০৮ জন অভিবাসনপ্রত্যাশী মারা গেছেন অথবা নিখোঁজ হয়েছেন। আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) এ তথ্য জানিয়েছে।
গত বছরের শেষের দিকে লিবিয়া উপকূলে আবহাওয়া ছিল দুর্যোগপূর্ণ। আইওএমের মুখপাত্র ফ্লাভিও ডি গিয়াকোমো জানিয়েছেন, ওই সময় মাত্র এক সপ্তাহে ভূমধ্যসাগরে চারটি নৌকাডুবির ঘটনায় শতাধিক অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু হয়েছে।