ভালুক মারতে গিয়ে নিজের ভাইকে গুলি করার অনুশোচনা থেকে গুলিতে আত্মহত্যা করলেন আরেক ভাই। এই মর্মান্তিক ঘটনা ঘটেছে গত মঙ্গলবার যুক্তরাষ্ট্রের অরেগন অঙ্গরাজ্যের প্রত্যন্ত এলাকায়।
নিজেদের আঙিনায় চলে আসা একটি ভালুককে গুলি করতে বন্দুকে গুলি ভরছিলেন একজন। এ সময় গুলি বেরিয়ে গিয়ে সামনে থাকা ভাই গুরুতর আহত হন।
গুলি করার ঠিক আগে এক ভাই ৯১১-এ ফোন করে বলেছিলেন, তিনি একটি ভালুককে গুলি করতে যাচ্ছেন। তবে পুলিশ গিয়ে দুই ভাইকেই গুলিতে মৃত অবস্থায় পায়।
ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের উত্তর সীমান্তের অদূরে অরেগনের জোসফিন কাউন্টিতে এ ঘটনা ঘটে।
মৃতদের কারোই বিশদ পরিচয় নিশ্চিত করেনি কর্তৃপক্ষ।
অরেগনে প্রায় ২৫ হাজার কালো ভালুকের বসবাস। এসব ভালুকের সঙ্গে সংঘাত এড়িয়ে চলতে অঙ্গরাজ্যের অধিবাসীদের প্রতি নির্দেশনা দেওয়া আছে। ঘটনাটি স্থানীয় শেরিফ এবং অরেগন স্টেট পুলিশ তদন্ত করছে।
‘এডুকেশনাল ফান্ড টু স্টপ গান ভায়োলেন্স’-এর এক হিসাব বলছে, প্রতিবছর যুক্তরাষ্ট্রে ভুলবশত গুলি লেগে প্রায় ৫০০ মানুষের মৃত্যু হয়।