ভারতের মহারাষ্ট্রে অসময়ে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। বলা হয়েছে, আজ ও আগামীকাল আরব সাগরের উপকূলবর্তী জেলার অধিকাংশ এলাকাতেই বজ্রসহ ঝড়বৃষ্টি হবে। কিছু কিছু জায়গায় হতে পারে শিলাবৃষ্টিও।
ভারতের আবহাওয়া দফতর আরও জানায়, আগামী ২৪ ঘণ্টায় ভারী থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে দক্ষিণ মধ্য মহারাষ্ট্র, মারথাওয়াড়া এবং বিদর্ভে। বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে আর্দ্রতা ঢোকার ফলে এই বৃষ্টির আগমন। শুধু মহারাষ্ট্রই নয়, একই রকম অবস্থা হবে ঝাড়খণ্ড, তেলেঙ্গানা ও উত্তর কর্ণাটকের অভ্যন্তরে।