৫১ দিন পর ভারতের দৈনিক করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা নামল দেড় লাখের নিচে। গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে সংক্রমিত হয়েছেন ১ লাখ ২৭ হাজার ৫১০ জন।
ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিসংখ্যান অনুসারে, দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা মোট ২ কোটি ৮১ লাখ ৭৫ হাজার ৪৪ জন।
দৈনিক সংক্রমণ কমার পাশাপাশি ভারতে দৈনিক মৃত্যু সংখ্যাও কমছে। গত ২৪ ঘণ্টায় দেশে মৃত্যু হয়েছে ২ হাজার ৭৯৫ জনের। ২৭ এপ্রিলের পর মঙ্গলবার প্রথমবার দেশের দৈনিক মৃত্যু ৩ হাজারের নিচে নামল।
গত বছর থেকে এ পর্যন্ত করোনাভাইরাস প্রাণ হারিয়েছেন মোট ৩ লাখ ৩১ হাজার ৮৯৫ জনের।