ভারতে স্বর্ণের বাজারে দরপতন অব্যাহত, একই অবস্থা রুপার ক্ষেত্রেও। আজ শুক্রবার এমসিএক্স সূচকে ১০ গ্রাম সোনার দাম ০.৩ শতাংশ কমে দাঁড়িয়েছে ৪৪,৭৩১ রুপি। যা রেকর্ড দরের থেকে প্রায় ১১,৫০০ রুপি কম। এক কিলোগ্রাম রুপোর দাম ০.৫ শতাংশ বা ৭৬১ রুপি কমে হয়েছে ৬৬,৭১৯ রুপি।
গত সেশনে অবশ্য উত্থানের সাক্ষী ছিল সোনা এবং রুপা উভয় ধাতুই। স্বর্ণের দর বেড়েছিল ০.১১ শতাংশ। আর রুপোর উত্থান হয়েছিল ০.২ শতাংশ। ছুটির কারণে বৃহস্পতিবার সকালের সেশন বন্ধ ছিল।
উল্লেখ্য, বিশ্ব বাজারেও কমেছে স্বর্ণের দাম। তবে গত সপ্তাহের বড়সড় পতন থেকে ঘুরে দাঁড়িয়ে চলতি সপ্তাহে আপাতত সোনা এক শতাংশের বেশি উত্থানের সাক্ষী থেকেছে। এক আউন্স স্পট গোল্ডের দাম ০.২ শতাংশ কমে ১,৭১৮ ডলারে দাঁড়িয়েছে। এক আউন্স রুপোর দাম পড়ছে ২৬.১১ ডলার।