ভারতে গত পাঁচ বছরে বাঘের সংখ্যা ৬.৭৪ শতাংশ বেড়ে হয়েছে তিন হাজার ১৬৭। ২০১৮ সালে সংখ্যাটি ছিল দুই হাজার ৯৬৭। সংরক্ষণ প্রকল্প ‘প্রজেক্ট টাইগার’-এর ৫০ বছর পূর্তিতে রবিবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কর্ণাটকের মহীশুরে বাঘশুমারির এ তথ্য প্রকাশ করেন।
প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০০৬ সালে ভারতে এক হাজার ৪১১টি, ২০১০ সালে এক হাজার ৭০৬টি, ২০১৪ সালে দুই হাজার ২২৬টি এবং ২০১৮ সালে দুই হাজার ৯৬৭টি বাঘ ছিল। জরিপের ফলে দেখা গেছে, ২০০৬ সালের তুলনায় বর্তমানে বাঘের সংখ্যা ১২৪.৪৫ শতাংশ বেড়েছে।
নরেন্দ্র মোদি বলেন, শক্তিশালী সংরক্ষণ ব্যবস্থাপনার ফলে গুজরাটে সিংহের সংখ্যা ২৯ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ২০১৫ সালে সিংহের সংখ্যা ছিল ৫২৩। ২০২০ সালে তা ৬৭৪ হয়েছে।