ভারতের ম্যারিয়ন বায়োটেক প্রাইভেট লিমিটেডের তৈরি করা কাশির সিরাপ খেয়ে উজবেকিস্তানে অন্তত ১৮ শিশুর মৃত্যু হয়েছে।
এর আগে ভারতীয় কোম্পানির তৈরি সিরাপ খেয়ে আফ্রিকার দেশ গাম্বিয়ায় ৭০ জন শিশুর মৃত্যু হয়েছিল।
উজবেকিস্তানের স্বাস্থ্য দফতর বুধবার জানিয়েছে, ভারতীয় ওষুধ প্রস্তুতকারী সংস্থা ম্যারিয়ন বায়োটেক প্রাইভেট লিমিটেডের তৈরি কাশির সিরাপ খেয়ে এখন পর্যন্ত ১৮ জন শিশুর মৃত্যু হয়েছে।
আল-জাজিরা জানায়, তীব্র শ্বাসকষ্টে আক্রান্ত ২১ শিশু ডক-১ ম্যাক্স নামক সিরাপ গ্রহণ করেছিল এবং পরে এরমধ্যে ১৮ জন মারা গেছে। সর্দি এবং ফ্লুর উপসর্গের চিকিৎসা হিসেবে ওষুধটি বাজারজাত করা হয় বলে কোম্পানির ওয়েবসাইটে তথ্য দেওয়া হয়েছে।
সিরাপটির একটি ব্যাচে ইথিলিন গ্লাইকল পাওয়া গেছে, যা একটি বিষাক্ত পদার্থ বলে জানিয়েছে উজবেকিস্তানের স্বাস্থ্য মন্ত্রণালয়।
এর আগে গত অক্টোবরে আফ্রিকার দেশ গাম্বিয়ায় কিডনি বিকল হয়ে ৭০ শিশুর মারা যায়। ভারতীয় ওষুধ কোম্পানি মেইডেন ফার্মাসিউটিক্যালসের তৈরি সিরাপই পাঁচ বছরের কম বয়সী ওই শিশুদের কিডনি বিকল হওয়ার কারণ বলে প্রাথমিক তদন্তে জানা গেছে।