English

18 C
Dhaka
বৃহস্পতিবার, ডিসেম্বর ১৯, ২০২৪
- Advertisement -

বৈদ্যুতিক বিলবোর্ড হ্যাক করে দেখানো হলো পর্নো

- Advertisements -

বাগদাদে হ্যাকিংয়ের মাধ্যমে একটি বিজ্ঞাপনী বিলবোর্ডে পর্নো ভিডিও চালানোর পর বন্ধ করে দেওয়া হয়েছে সব বৈদ্যুতিক বিলবোর্ড। গত শনিবার (১৯ আগস্ট) রাতে ইরাকের রাজধানীতে ঘটেছে এই ঘটনা। খবর বিবিসির।

জানা যায়, ওইদিন বাগদাদের একটি প্রধান রাস্তার মোড়ে বসানো বিলবোর্ডে পর্নো ভিডিও চালানো হয়েছিল। এ ঘটনায় একজনকে গ্রেফতার করেছে পুলিশ।

এক বিবৃতিতে জানানো হয়েছে, সন্দেহভাজন ব্যক্তি পেশায় টেকনিশিয়ান। যে কোম্পানি শহরটিতে বিজ্ঞাপনী বিলবোর্ডগুলো পরিচালনা করে, তাদের সঙ্গে ওই ব্যক্তির আর্থিক দ্বন্দ্ব ছিল।

তিনি কোম্পানিটির ওপর প্রতিশোধ নেওয়ার জন্যই বিলবোর্ড হ্যাক করে তাতে পর্নো ভিডিও চালিয়েছিলেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

বাগদাদের এক নিরাপত্তা কর্মকর্তা বার্তা সংস্থা এএফপিকে বলেছেন, আমরা বৈদ্যুতিক সংযোগ কেটে দেওয়ার আগে কয়েক মিনিট ধরে বিলবোর্ডে পর্নো ভিডিও চালিয়েছিলেন ওই হ্যাকার।

এ ধরনের ‘অনৈতিক দৃশ্য’র কারণে কর্তৃপক্ষ বাগদাদের সব বিজ্ঞাপনী বিলবোর্ড বন্ধ করে দেয় বলে জানিয়েছেন ওই কর্মকর্তা।

বাগদাদে সাধারণ বিজ্ঞাপন বা রাজনীতিবিদদের প্রচারণার জন্য বৈদ্যুতিক বিলবোর্ডগুলো ব্যবহৃত হয়। তবে হ্যাক হওয়ার কারণে গত রোববার শহরটিতে সব বিলবোর্ড বন্ধ করে দেওয়া হয়।

বিলবোর্ডে পর্নো দৃশ্য চালানোর ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমগুলোতে।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ

আল কোরআন ও আল হাদিস

- Advertisements -
এ বিভাগে আরো দেখুন