পাকিস্তানের বেলুচিস্তানের হার্নাই শহরে অস্ত্রধারীদের সঙ্গে বন্দুকযুদ্ধে পাকিস্তানের দুই সেনা নিহত হয়েছে। রোববার পাকিস্তান সেনাবাহিনীর মিডিয়া উইং এই তথ্য জানিয়েছে।
এক বিবৃতিতে পাকিস্তানের আইএসপিআর জানিয়েছে, রোববার রাতে হার্নাই খোস্ট এলাকার একটি ফাঁড়িতে সন্ত্রাসীরা গুলি ছোড়ে। সেনারা সফলভাবে হামলা ঠেকিয়ে দেন। এরপর হামলাকারীরা পালিয়ে যাওয়ার চেষ্টা করে।
বিবৃতিতে বলা হয়, অস্ত্রধারীরা পার্শ্ববর্তী পাহাড়ে পশ্চাদ্ধাবন করে গুলি চালাতে থাকে। এতে নায়েক আতিফ এবং সিপাই কাইয়ুম মৃত্যুবরণ করেন। বন্দুকযুদ্ধে মেজর উমের আহত হন।
স্বাধীনতার ৭৫তম বার্ষিকীতে পাকিস্তানের নিরাপত্তা বাহিনী বেলুচিস্তানের শান্তি ও স্থিতিশীলতা বিঘ্নিত করার যেকোনো অপচেষ্টা প্রতিহত করতে বদ্ধপরিকর বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়।