পাকিস্তানের জাতীয় পতাকাবাহী পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্স (পিআইএ) কর্তৃপক্ষ তাদের বিমানবালাদের বাধ্যতামূলক অন্তর্বাস পরার নোটিশ দিয়েছে। ভাল পোষাকের অভাবে এয়ারলাইন্সের প্রতি বিরুপ প্রভাব পড়ছে বলে এই নোটিশ দেওয়া হয়েছে। খবর ডেইলি পাকিস্তানের।
পিআইএ ফ্লাইট সার্ভিসের মহাব্যবস্থাপক আমির বশিরের জারি করা একটি নির্দেশনা নোটিশে উল্লেখ করা হয়েছে, বিমানবালাদের অনুপযুক্ত পোশাক এয়ারলাইন্সের ভাবমূর্তি নষ্ট করছে।
তারা যখন তাদের কর্মস্থলে আসেন বা হোটেলে থাকেন কিংবা যখন অন্য কোনো শহরে ভ্রমণ করেন তখন তাদের পোশাক ঠিক থাকে না। তাই তাদের অন্তর্বাস পরা বাধ্যতামূলক করেছে পিআইএ।
বিমানবালাদের পোশাক নিরীক্ষণ এবং প্রতিবেদন তৈরি করার জন্য গ্রুমিং প্রশিক্ষক ও সিনিয়র শিফট ইনচার্জদের দায়িত্ব দেওয়া হয়েছে। যেসব বিমানবালা এই নির্দেশ অমান্য করবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও জানানো হয়েছে।