এ বিজ্ঞাপনের ছবি ভাইরাল হওয়ার পর থেকেই জারা ব্র্যান্ড বয়কটের ডাক দিয়েছেন অনেক নেটিজেন। তীব্র সমালোচনার মুখে প্রতিষ্ঠানটি এ বিজ্ঞাপনের সব পোস্ট সরিয়ে ফেলেছে। তবে এখনো কোনো বিবৃতি দেয়নি তারা।
ফিলিস্তিনি শিল্পী হাজেম হার্ব ইনস্টাগ্রামে লিখেছেন, মৃত্যু ও ধ্বংসযজ্ঞকে ফ্যাশনের পটভূমি হিসেবে ব্যবহার করা পাপের চেয়েও বেশি কিছু। জারার এমন কাণ্ডে ভোক্তা হিসেবে আমাদের ক্ষোভ প্রকাশ করা উচিত। জারাকে বয়কট করুন।
ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার নূর আমরা ও হিনা চিমাও লেখেন, গাজায় কাফনে মোড়ানো লাশের হৃদয়বিদারক চিত্র আমরা সবাই দেখেছি। তার মধ্যে জারার এমন বিজ্ঞাপনচিত্র স্পষ্টতই ফিলিস্তিনিদের প্রতি উপহাস। তারা ভালো করেই জানতো, তারা কী করছে।
উল্লেখযোগ্য বিষয় হলো, ওই বিজ্ঞাপনের মন্তব্যের ঘরে কসমেটিক ব্র্যান্ড হুদা বিউটির প্রেসিডেন্ট বলেছেন, অসুস্থ মানসিকতা!
এক এক্স ব্যবহারকারী লেখেন, এত দিন আমার প্রিয় ব্র্যান্ড ছিল জারা। পুরো আলমারিতে তাদের পোশাক ছিল। কিন্তু এখন আমি সেগুলো দান করে দিচ্ছি এবং আর কখনোই জারার কোনো জিনিস কিনবো না।
গত বছরের অক্টোবরে ইসরায়েলি কট্টর ডানপন্থী রাজনীতিক ইতামার বেন গাভিরের নির্বাচনী প্রচারণার আয়োজন করেছিল জারার ইসরায়েলি ফ্র্যাঞ্চাইজি। ওই সময় অনেক ইসরায়েলি জারাকে বয়কটের ডাক দেন।
এর আগে জারার বিরুদ্ধে ইহুদি-বিদ্বেষের অভিযোগও উঠেছিল। ২০০৭ সালে হ্যান্ডব্যাগে স্বস্তিকা চিহ্ন থাকায় সমালোচনার মুখে সব পণ্য বাজার থেকে প্রত্যাহার করে জারা। এ ছাড়া ২০১৪ সালে টি-শার্টের ডিজাইন ইহুদি কনসেন্ট্রেশন ক্যাম্পে বন্দীদের ইউনিফর্মের মতো হওয়ায় ব্র্যান্ডটি ব্যাপক সমালোচনার মুখে পড়ে।