বিজেপি বিধায়ক ও বিরোধী নেতা শুভেন্দু অধিকারীকে নিয়ে এবার মুখ খুললেন ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছেন, ‘শুভেন্দু অধিকারী আমাদের ধমকি দিয়ে গেছেন। বিজেপি ছেড়ে তৃণমূলে আসা বিধায়ক কৃষ্ণ কল্যানী তাকে জানিয়েছেন- আমাকে আয়করের নোটিস দেওয়ার হুমকি দিয়েছেন শুভেন্দু। তাহলে বুঝুন কে আয়কর দফতর চালায়?’
আজ বুধবার বিধানসভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য চলাকালীন বিধানসভার কক্ষ ত্যাগ করেন বিজেপি বিধায়করা। এ প্রসঙ্গে মমতা বলেন, ‘ওরা ভয় পেয়ে পালিয়ে গেল। কারণ ওদের ভয়, আমি যদি গরু পাচার, বালি খাদান, পরিবহন সংক্রান্ত দুর্নীতির কথা বলে দিই সেজন্য।’
এদিকে, বিজেপি নেতা শুভেন্দু অধিকারী সাংবাদিকদের বলেন, ‘মুখ্যমন্ত্রীকে চ্যালেঞ্জ করছি। আপনি আমার বিরুদ্ধে বহু মামলা করেছেন। আমি হাই কোর্ট, সুপ্রিম কোর্ট থেকে রক্ষাকবচ নিয়েছি। আমি চ্যালেঞ্জ করে বলছি, ক্ষমতা থাকলে শুভেন্দু অধিকারীকে ছুঁয়ে দেখান।’