ভারতের দিল্লিতে গত দু’ মাসেরও বেশি সময় ধরে অবস্থান বিক্ষোভ করছেন কৃষকরা। এর জেরে গোটা দেশে নাকি বার্ড ফ্লু ছড়াতে পারে। কীভাবে? তারা সেখানে বসে চিকেন বিরিয়ানি খাচ্ছেন, যা নাকি ডেকে আনবে বিপদ। এমনই মত দিলেন রাজস্থানের বিজেপি বিধায়ক।
এখানেই থামেননি বিজেপি বিধায়ক মদন দিলাওয়ার। কৃষকদের ‘সন্ত্রাসবাদী, ডাকাত, চোর’–ও বললেন তিনি। রামগঞ্জ মাণ্ডির এই বিধায়কের কথায়, ‘তারা বিরিয়ানিতে ভোজ সারছেন। কাজু বাদাম খাচ্ছেন। সমস্তভাবে উপভোগ করছেন। মাঝেমধ্যেই ভোল পাল্টে ফেলছেন। ওখানে অনেক সন্ত্রাসবাদী থাকতে পারে। চোর, লুটেরাও। ওরা কৃষকদের শত্রু হতে পারে।’
এরপর বিজেপি বিধায়কের অভিযোগ, ‘জোর করে হোক বা অনুরোধ করে, সরকার আগামী কয়েকদিনে কৃষকদের না উঠাতে পারলে সারাদেশে বার্ড ফ্লু ছড়িয়ে যাবে।’
দিলাওয়ারের এই ভিডিও এখন ভাইরাল। এই মন্তব্যের জন্য বিজেপি–কে একহাত নিয়েছেন রাজস্থান কংগ্রেসের প্রধান গোবিন্দ সিং দোস্তারা। তার কথায়, এই মন্তব্য ‘লজ্জাজনক’। বিজেপি–র ভাবনাচিন্তাই প্রকাশ করে।
আন্দোলনকারী কৃষকদের এর আগেও ‘সন্ত্রাসবাদী’ বলেছেন বিজেপি নেতারা। তাদের পিৎজা খাওয়া নিয়েও খোঁচা দিয়েছেন তারা।