মার্কিন যুক্তরাষ্ট্রের জর্জিয়ায় এক সেনাঘাঁটিতে বজ্রপাতের ঘটনায় এক সেনার মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও নয়জন। তারা সবাই হাসপাতালে চিকিৎসাধীন।
বুধবার জর্জিয়া স্টেটের অগাস্টা শহরে ফোর্ট গর্ডন এলাকার সেনাঘাঁটিতে এই ঘটনা ঘটে।
মার্কিন সেনা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, জর্জিয়ায় বহুদিন ধরে ওই সেনাঘাঁটি আছে। বুধবার সেখানে প্রবল বৃষ্টি হচ্ছিল। সঙ্গে বিদ্যুৎ চমকাচ্ছিল। আচমকাই বজ্রপাত পড়ে সেনাঘাঁটির ভিতরে। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় এক সেনার। আহত হয় আরও নয়জন। তাদেরকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
বুধবার স্থানীয় বেলা ১১টা নাগাদ এই ঘটনা ঘটেছে বলে এক বিবৃতিতে জানিয়েছে মার্কিন সেনা বাহিনী।