ফেসবুক নিঃসন্দেহে ঘৃণাকে আরও তীব্র করে তোলে। সেই সঙ্গে কোম্পানিটির নিরাপত্তা দলে লোকবল সংস্থান অপর্যাপ্ত। নিরাপত্তার খাতিরে সামান্য মুনাফাও ছাড় দিতে রাজি নয় ফেসবুক—এমনটা বলেছেন প্রতিষ্ঠানটির সাবেক কর্মী ফ্রান্সেস হাউগেন। সম্প্রতি ফেসবুকের অভ্যন্তরীণ গবেষণাপত্র ফাঁস করে সম্প্রতি আলোচনায় এসেছেন তিনি।
গতকাল লন্ডনে এমপি ও লর্ডসের একটি কমিটিতে এ কথা বলেন ফ্রান্সেস হাউগেন। জায়ান্ট এই সামাজিক যোগাযোগমাধ্যমের ওপর যুক্তরাজ্যে নতুন নিয়ম আরোপ করার বিষয়ে আলোচনার জন্য ওই কমিটির বৈঠক হয়।
মিসেস হাউগেন আরও সতর্ক করেছিলেন যে বিশ্বজুড়ে একাধিক ভাষায় করা বিভিন্ন পোস্টের ওপর নিয়ন্ত্রণ করতে পারে না ফেসবুকে। যে বিষয়ে যুক্তরাজ্যের কর্মকর্তাদের উদ্বিগ্ন হওয়া উচিত।