English

15 C
Dhaka
শনিবার, জানুয়ারি ১১, ২০২৫
- Advertisement -

ফের মিরাকল, তুরস্কে এবার ২৬০ ঘণ্টা পর তিনজনকে জীবিত উদ্ধার!

- Advertisements -

আবারও মিরাকলের সাক্ষী থাকল ভূমিকম্পে বিধ্বস্ত তুরস্ক। ৭ দশমিক ৮ মাত্রার ভয়াবহ সেই ভূমিকম্পের ২৬০ ঘণ্টা পর ধ্বংসস্তূপের নিচ থেকে তিনজনকে জীবিত উদ্ধার করেছেন উদ্ধারকারীরা।

জানা গেছে, শুক্রবার তুরস্কের আদিয়ামান প্রদেশের কাহতা জেলার একিনসি গ্রামে ধ্বংসস্তূপের নিচ থেকে ১২ বছরের এক শিশুকে জীবিত উদ্ধার করা হয়। তার নাম ওসমান হালিবিয়ে।

এরপর এক ঘণ্টা পর আরও দু’জনকে উদ্ধার করা হয় আন্তাকিয়া থেকে। তারা হলেন- মেহমেত আলি সাকিরুগলু, ২৬, মোস্তফা আভচি, ৩৪। উদ্ধারের পর তাদেরকে হাসপাতালে নেওয়া হয়েছে।

এদিকে, ভয়াবহ ওই ভূমিকম্পের ঘটনায় তুরস্ক ও সিরিয়ায় রিপোর্ট লেখা পর্যন্ত নিহতের সংখ্যা বেড়ে ৪৪ হাজারের কাছাকাছি পৌঁছেছে। এর মধ্য শুধু তুরস্কেই নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ৩৮ হাজার ৪৪ জনে। আর সিরিয়ার নিহতের সংখ্যা দাঁড়িয়েছে পাঁচ হাজার ৮০০ জনে।

দুই দেশে এখনও উদ্ধারকাজ চলছে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

উল্লেখ্য, গত ৬ ফেব্রুয়ারি ৭ দশমিক ৮ মাত্রার ভূমিকম্পে তুরস্কের দক্ষিণাঞ্চল ও প্রতিবেশী সিরিয়ার সীমান্তবর্তী এলাকা বিধ্বস্ত হয়।

প্রসঙ্গত, ১৯৯৯ সালে তুরস্কের উত্তর-পশ্চিমাঞ্চলের মারমারায় একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছিল। এতে অন্তত ১৮ হাজার মানুষের মৃত্যু হয়। চলতি সপ্তাহে তুরস্কের দক্ষিণাঞ্চলে আঘাত হানা শক্তিশালী জোড়া ভূমিকম্প, ১৯৯৯ সালের ভূমিকম্পের চেয়েও তিন গুণ বেশি শক্তিশালী ছিল।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন