English

21 C
Dhaka
শুক্রবার, জানুয়ারি ১৭, ২০২৫
- Advertisement -

ফের পরমাণু বোমার সংখ্যা প্রকাশ করল যুক্তরাষ্ট্র

- Advertisements -

সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সময় পরমাণু বোমার সংখ্যা প্রকাশ করা না হলেও এবার জো বাইডেন সরকার এ সংক্রান্ত তথ্য সামনে আনলো। গতকাল মঙ্গলবার প্রকাশিত এক তথ্যে জানানো হয়েছে, যুক্তরাষ্ট্রের কাছে এ বছরের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত তিন হাজার ৭৫০টি পরমাণু বোমা ছিল। খবর ডয়েচে ভেলের।

এর আগে, সবশেষ ২০১৭ সালের সেপ্টেম্বরে পরমাণু অস্ত্রের তথ্য জানিয়েছিল যুক্তরাষ্ট্র। এরপর থেকে এমন তথ্য প্রকাশে নিষেধাজ্ঞা জারি করেছিল ট্রাম্প প্রশাসন। এমনকি ‘ফেডারেশন অফ অ্যামেরিকান সায়েন্টিস্টস’-এর অনুরোধও প্রত্যাখ্যান করা হয়েছিল। গতকাল মঙ্গলবার আবার তথ্য প্রকাশ শুরু হওয়ার বিষয়টিকে স্বাগত জানিয়েছেন ফেডারেশন অব অ্যামেরিকান সায়েন্টিস্টসের নিউক্লিয়ার ইনফরমেশন প্রজেক্টের পরিচালক হান্স ক্রিস্টেনসেন।

যদিও ২০০৩ সালে যুক্তরাষ্ট্রের পরমাণু বোমার সংখ্যা ছিল ১০ হাজারের বেশি। তবে সবচেয়ে বেশি পরমাণু বোমা ছিল শীতল যুদ্ধের সময়, ১৯৬৭ সালে। ৩১ হাজার ২৫৫টি। ১৯৮৯ সালে বার্লিন প্রাচীর পতনের সময় যুক্তরাষ্ট্রের কাছে ২২ হাজার ২১৭টি পরমাণু অস্ত্র ছিল বলে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রকাশ করা তথ্যে জানা গেছে।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন