ফিলিস্তিনের বিভিন্ন মসজিদ ও কোরআন শিক্ষাকেন্দ্রে পবিত্র কোরআনের ৫০ হাজার কপি দিচ্ছে তুরস্ক। ইতিমধ্যে গাজা অঞ্চলে কোরআনের ২০ কপি দেওয়া হয়। গত রবিবার (৯ জানুয়ারি) গাজার ধর্ম ও ওয়াকফ মন্ত্রণালয়ের কাছে এসব কপি হস্তান্তর করেছে তুর্কি সংস্থা গাজি দেসতেক।
সংস্থার কর্মকর্তা হানি থুরায়া জানান, তুরস্কের ধর্ম ও আওকাফ বিভাগের তত্ত্বাবধানে ‘কোরআন হোক আমার উপহার’ পরিকল্পনার উদ্যোগ নেওয়া হয়। এরই অংশ হিসেবে পবিত্র কোরআনের এসব কপি উপহার দেওয়া হয়।
তিনি আরো জানান, শিগগির কোরআন শিক্ষার এ পরিকল্পনার অংশ হিসেবে আরো ৩০ হাজার কপি ফিলিস্তিনের পশ্চিম তীর ও জেরুজালেমে হস্তান্তর করা হবে।
গাজার আওকাফ মন্ত্রণালয়েল উপপ্রধান আবদুল হাদি আল আগা বলেন, পবিত্র কোরআনের সঙ্গে মানুষের গভীর সম্পর্ক প্রসারে এ উদ্যোগ নেওয়া হয়। এ ধরনের কার্যক্রমে সহায়তায় এগিয়ে আসায় তুরস্কের ওয়াকফ মন্ত্রণালয়কে ধন্যবাদ জানান তিনি।
পবিত্র কোরানের ওপর লেখা ছিল ‘আল আকসা মসজিদ কোরআন’। কোরআন শিক্ষা ক্যাম্পেইনের স্লোগান ছিল ‘কোরআন হোক আমার উপহার আমার উপহার’।