ফিনল্যান্ডের প্রধানমন্ত্রী সানা মারিনের মাদক পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। ফল নেগেটিভ এসেছে।
সম্প্রতি বন্ধুদের সঙ্গে একটি পার্টিতে নাচের ভিডিও ভাইরালের পর ব্যাপক সমালোচনা পড়েন সানা মারিন। বিরোধীদের দাবির মুখে শুক্রবার মাদক পরীক্ষা করিয়েছিলেন তিনি।
সোমবার ফিনল্যান্ডের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টা আইডা ভালিন বলেন, মারিনের প্রস্রাবের নমুনা নিয়ে কোকেন, অ্যামফেটামিনেস, গাঁজা এবং ওপিওডসের উপস্থিতি আছে কি না, তা পরীক্ষা করা হয়।
ফিনল্যান্ডের প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়, গত ১৯ আগস্ট প্রধানমন্ত্রী সানা মারিন যে পরীক্ষা করিয়েছেন, তার ফলাফলে মাদকের উপস্থিতি পাওয়া যায়নি। একজন চিকিৎসক এতে স্বাক্ষর করেছেন বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।
২০১৯ সালে ৩৪ বছর বয়সে প্রধানমন্ত্রী নির্বাচিত হন মারিন। পার্টি করার কারণে আগেও সমালোচনার মুখোমুখি হয়েছেন তিনি।