English

23 C
Dhaka
শুক্রবার, জানুয়ারি ১৭, ২০২৫
- Advertisement -

প্রেমের টানে করাচি থেকে কলকাতায় পাকিস্তানি তরুণী

- Advertisements -

প্রেমিককে বিয়ে করতে পাকিস্তানের করাচি থেকে ভারতে এসেছেন জাওয়ারিয়া খানম নামের এক তরুণী। প্রেমিক শামীর খান কলকাতার পার্ক সার্কাসের বাসিন্দা। আগামী জানুয়ারিতে কলকাতায় শামীরকে বিয়ে করতে চলেছেন রিয়া।

মাত্র ৪৫ দিনের ভিসা পেয়েছেন পাকিস্তানি ওই তরুণী। ভারতে আসার জন্য তাকে শুরুতে কিছু আইনি জটিলতা পোহাতে হয়েছে। তবে শেষ পর্যন্ত মঙ্গলবার দুপুরে অমৃতসরে আটারি সীমান্ত পেরিয়ে ভারতের মাটিতে পা রাখেন। তাকে দেখে আপ্লুত শামীর ও তার পরিবারের সদস্যরাও। ঢাক-ঢোল বাজিয়ে, ফুলের মালা নিয়ে আটারি সীমান্তে বিদেশি প্রেমিকার জন্য অপেক্ষায় ছিলেন পেশায় ব্যবসায়ী শামীর।

কীভাবে চলছিল শামীর-জাওয়ারিয়ার প্রেমকথা? ফোনে কোনও ভাবে জাওয়ারিয়ার ছবি দেখেছিলেন শামীর। ভালো লাগার সেই শুরু।

বরাবরই বিদেশে পড়াশোনা করেছেন শামীর। তিনি জানান, বছর দুয়েক আগে শেষ বার দুবাইয়ে জাওয়ারিয়ার সঙ্গে শেষ দেখা হয়েছিল। পাঁচ বছরের সম্পর্ক। তবে মুখোমুখি দু’জনের দেখা হয়েছিল ওই একবারই। বাকি সময়ে ভিডিওকলই ভরসা। কোভিডের কারণে সে সময়ে দু’দেশের সরকার ভিসা দিতে চায়নি। ফলে তাদের বিয়ে আটকে যায়। কিন্তু তারা যে বিয়ে করবেনই, সে বিষয়ে স্থির সিদ্ধান্ত ততদিনে নিয়ে ফেলেছিলেন।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন