English

21 C
Dhaka
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ৬, ২০২৫
- Advertisement -

প্রতিমা বিসর্জন দিতে গিয়ে ৭ জন নিহত

- Advertisements -

প্রতিমা বিসর্জন দিতে গিয়ে পশ্চিমবঙ্গের জলপাইগুড়িতে ৭ জন নিহত হয়েছে। এ ঘটনায় এখনও নিখোঁজ রয়েছে অনেকে।

Advertisements

বুধবার (৫ অক্টোবর) রাত ৯টায় জলপাইগুড়ির মাল ননীতে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর উদ্ধারকাজ করছে দমকল বাহিনী ও পুলিশ।

দুর্ঘটনার সংবাদ পেয়ে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

তিনি টুইটারে এক পোস্টে বলেন, জলপাইগুড়িতে দুর্গোৎসবের সময় ঘটে যাওয়া দুর্ঘটনার খবরে আমি দুঃখিত। এ ঘটনায় যারা আপনজন হারিয়েছেন তাদের প্রতি সমবেদনা জানাই।

Advertisements

ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়, মাল নদীতে প্রতিমা বিসর্জনের সময় অনেক মানুষের সমাগম হয়। রাতে হঠাৎ করেই পানির স্রোতে অনেক মানুষ ভেসে যায়।

জলপাইগুড়ি জেলা প্রশাসক মৌমিতা গোদারা বসুর বরাত দিয়ে সংবাদমাধ্যমগুলো জানায়, দুর্ঘটনার পর এখন পর্যন্ত ৩০ থেকে ৪০ জনকে উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃতদের মধ্যে ৭ জনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে এক শিশুও রয়েছে। কতজন নিখোঁজ রয়েছে তা সঠিক বলা যাচ্ছে না। নদীর চরে আটকে রয়েছে অনেক মানুষ, তাদের উদ্ধারে কাজ করছে উদ্ধারকর্মীরা।

পাহাড়ি ঢল থেকে এ ঘটনা ঘটেছে জানিয়ে মাল অঞ্চলের বিধায়ক বুলু চিকবরাইক বলেন, মাল নদীতে প্রতিবছর প্রতিমা বিসর্জন দেয়া হয়। এবার আচমকাই এ দুর্ঘটনা ঘটেছে। ঘটনার সময় নদীর পাড়ে প্রায় ১০ হাজার মানুষ ছিল।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ

আজকের রাশিফল

আল কোরআন ও আল হাদিস

- Advertisements -
এ বিভাগে আরো দেখুন