প্রকাশ্যে প্রস্রাব করতে বাধা দেওয়ায় পুলিশ কর্মীর দিকে ছুরি হাতে তেড়ে গেলেন মাতাল যুবক। এলোপাতাড়ি ছুরিকাঘাত করলেন ওই পুলিশকে। ঘটনাটি ভারতের মুম্বাইয়ের কান্দিবলী এলাকার।
সোমবার রাতে এক যুবক মাতাল অবস্থায় প্রকাশ্যে প্রস্রাব করছিলেন।
তাকে প্রকাশ্যে প্রস্রাব করতে দেখে পথ চলতি মানুষ অস্বস্তিতে পড়ছিলেন। সে সময় ওই এলাকা দিয়ে যাচ্ছিলেন উদয় কদম নামের এক পুলিশ কর্মী। যুবকের কীর্তি চোখে পড়ে তার। তিনি এগিয়ে গিয়ে যুবককে বাধা দেন। তাতেই বাধে বিপত্তি।
জানা গেছে, ওই যুবকের নাম রাম গোন্দে। তিনি প্রথমে পুলিশের কথায় কর্ণপাত করেননি। কিন্তু হুমকির সুরে যখন তার বিরুদ্ধে আইনি পদক্ষেপের কথা বলা হয় তখন তিনি খেপে ওঠেন। পকেট থেকে ছুরি বের করে তিনি হামলে পড়েন ওই পুলিশ কর্মীর ওপর। আচমকা এই হামলায় চমকে ওঠেন উদয়। তিনি রাস্তায় পড়ে যান।
খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ। আক্রান্ত পুলিশ কর্মীকে কোনো রকমে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় স্থানীয় হাসপাতালে। তবে তার আঘাত গুরুতর নয় বলে জানিয়েছেন চিকিৎসকরা।