মার্কিন যুক্তরাষ্ট্রের মেমফিস, টেনেসিতে ঘটে গেল এক অদ্ভুত ঘটনা। নিজের পোষা কুকুরের করা গুলিতে আহত হলেন এক ব্যক্তি।
জানা যায়, গত রবিবার ছুটির দিনে ব্যস্ত সময় কাটিয়ে রাতে অঘোরে ঘুমাচ্ছিলেন ওই ব্যক্তি। পাশে ঘুমিয়ে ছিলেন তার নারী সঙ্গী। পরের দিন সোমবার ভোরে প্রচণ্ড গুলির শব্দে ঘুম থেকে হুড়মুড় করে ওঠেন তিনি। সঙ্গীরও ঘুম ভেঙে যায়। ঘুম থেকে জেগে ওই ব্যক্তি দেখতে পান তার বাঁ পায়ের ঊরু বেড়ে গড়িয়ে পড়ছে রক্ত, তিনি গুলিবিদ্ধ হয়েছেন। গুলি তার ঊরু ছুঁয়ে বেরিয়ে গেছে।
গত বুধবার স্থানীয় মেমফিস পুলিশ বিভাগ জানায়, ওই ব্যক্তি বিছানায় একটি ‘লোডেড’ বন্দুক নিয়ে ঘুমিয়ে ছিলেন। তার এক বছরের পোষা কুকুরটি বিছানায় লাফালাফি করার সময় কোনোভাবে সেটির থাবা বন্দুকের ‘ট্রিগারে’ আটকে যায়। কুকুরটি পা ছাড়াতে গিয়ে লাফালাফি করলে ‘ট্রিগারে’ চাপ লেগে গুলি বেরিয়ে যায়।
প্রাণে বেঁচে গেলেও ওই ব্যক্তিকে হাসপাতালে গিয়ে চিকিৎসা নিতে হয়েছে। তার কুকুরটির নাম ‘ওরেও’।
যুক্তরাষ্ট্রে প্রায়ই বন্দুক হামলার ঘটনা ঘটলেও প্রাণীর গুলিতে মানুষ হতাহত হওয়ার ঘটনা বিরল।
মেমফিসের এই ঘটনার পর স্থানীয় একটি সংবাদমাধ্যমকে ওই ব্যক্তির মেয়েবন্ধু বলেন, এ ঘটনায় তার শিক্ষা হলো, আগ্নেয়াস্ত্রের ‘সেফটি চালু রাখুন অথবা ট্রিগার লক ব্যবহার করুন।’