উর্দি পরা অবস্থায় নেচে রীতিমতো বিপদে পড়েছেন ভারতের দিল্লির এক পুলিশ কর্মকর্তা। পারিবারিক অনুষ্ঠানে তার সেই নাচের দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে যায়।
এই ঘটনার পর নড়েচড়ে বসেছে দিল্লি পুলিশ। তার ব্যাপারে শৃঙ্খলা ভঙ্গের ব্যবস্থা নেওয়া হতে পারে।
দক্ষিণ-পশ্চিম দিল্লির ওই পুলিশ কর্মকর্তার নাম শ্রীনিবাস। তিনি নারায়ানা থানার দায়িকত্বে আছেন। ভাইরাল ভিডিওতে দেখা যায়, ‘বালাম থানেদার’ গানের সাথে নাচছেন তিনি। যে গানের অর্থ ‘আমার প্রেমিক একজন পুলিশ।’
এক পরিবারের সদস্যের বাকদান অনুষ্ঠানে তিনি পুলিশের পোশাক পরা অবস্থায় নেচেছিলেন। জানা যায় এসময় তিনি ছুটিতেও ছিলেন। তাদে বোঝা যায়, গানের সাথে তাল মেলানোর জন্যই তিনি পুলিশের পোশাক পরেছিলেন।
এই ঘটনায় খোদ পুলিশের মধ্যেই বিরূপ প্রতিক্রিয়া দেখা দিয়েছে। তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পক্ষেই মত দিচ্ছেন অনেকে।