পেরুতে একটি যাত্রীবাহী বাস উল্টে অন্তত ২২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ১৩ জন। গতকাল সোমবার সকালে আন্দিজ পর্বতমালাসংলগ্ন সড়কে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার সময় অঞ্চলটিতে বৃষ্টি হচ্ছিল। এরমধ্যে বাসটির চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। জানা গেছে, প্রেসিডেন্ট নির্বাচনে ভোট দিয়ে ঘরে ফিরছিলেন বাসটির অধিকাংশ যাত্রী।
দক্ষিণ আমেরিকার এই দেশটির একজন পুলিশ কর্মকর্তা বলেন, রাজধানী লিমার ৬০০ কিলোমিটার উত্তরে হুয়ারেজ শহরের কাছে এ দুর্ঘটনা ঘটেছে। স্থানীয় একটি টেলিভিশন চ্যানেল জানায়, বাসটির অধিকাংশ যাত্রী প্রেসিডেন্ট নির্বাচনে ভোট দিয়ে ঘরে ফিরছিলেন। গত রবিবার পেরুর নতুন প্রেসিডেন্ট ও কংগ্রেস নির্বাচনে ভোট দেয় দেশটির জনগণ।
দক্ষিণ আমেরিকার দেশটিতে সড়ক দুর্ঘটনায় প্রায়ই মৃত্যুর ঘটনা ঘটে। বর্ষাকালে বেশির ভাগ দুর্ঘটনা ঘটে। রাস্তার দুরবস্থা, পর্যাপ্ত পথনির্দেশিকার অভাব ও কর্তৃপক্ষের নিয়ন্ত্রণের সীমাবদ্ধতা এর অন্যতম কারণ।