English

17 C
Dhaka
বৃহস্পতিবার, ডিসেম্বর ১৯, ২০২৪
- Advertisement -

পুরোহিতকে গুলি করে হত্যা ঘটনায় বিহারে উত্তেজনা

- Advertisements -

ভারতের বিহার রাজ্যের গোপালগঞ্জ জেলায় এক হিন্দু পুরোহিতকে গুলি করে হত্যা ও চোখ উপড়ে ফেলার ঘটনায় উত্তেজনা বিরাজ করছে। পুলিশ জানিয়েছে, শনিবার (১৬ ডিসেম্বর) এই হত্যার ঘটনা ঘটেছে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এ খবর জানিয়েছে।

কর্মকর্তারা বলেছেন, জঙ্গলের ভেতর থেকে শনিবার সন্ধ্যায় নিহত যাজকের দেহ উদ্ধার করা হয়। তার শরীরের বিভিন্নস্থানে আঘাতের চিহ্ন রয়েছে।

৩২ বছর বয়সী মনোজ কুমার সোমবার রাত থেকে নিখোঁজ ছিলেন। সর্বশেষ তাকে ওই দিন মধ্যরাতে দানাপুর গ্রামের শিব মন্দির থেকে চলে যেতে দেখা গিয়েছিল। মনোজের ভাই অশোক ভারতীয় জনতা পার্টি (বিজেপি)-এর একজন সাবেক কর্মী।

মনোজের মরদেহ উদ্ধারের গ্রামটিতে সংঘর্ষ শুরু হয়েছে। স্থানীয়রা পুলিশের বিরুদ্ধে অবহেলার অভিযোগ এনেছেন। গ্রামবাসীদের সঙ্গে সংঘর্ষে দুই পুলিশ সদস্য আহত হয়েছেন। বিক্ষোভকারীরা একটি জাতীয় মহাসড়ক অবরোধ করেন এবং পুলিশকে লক্ষ্য ইট-পাটকেল ছুড়েন। পুলিশের একটি গাড়িতেও আগুন দেওয়া হয়েছে।

মঙ্গলবার মনোজের পরিবার নিখোঁজের অভিযোগ করেছিল। এরপর তাকে উদ্ধারে অভিযান শুরু করে পুলিশ।

গোপালগঞ্জের সাব-ডিভিশনাল পুলিশ কর্মকর্তা প্রাঞ্জল বলেছেন, গ্রামটির পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে। অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে অতিরিক্ত পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে।

তিনি আরও বলেছেন, সন্দেহভাজনদের গ্রেফতারে তদন্ত ও উদ্যোগ নেওয়া হয়েছে।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ

আল কোরআন ও আল হাদিস

- Advertisements -
এ বিভাগে আরো দেখুন