নাসিম রুমি: ভারতের ধনকুবের মুকেশ আম্বানি তার দীর্ঘদিনের কর্মী মনোজ মোদিকে উপহার হিসেবে তুলে দিয়েছেন ১,৫০০ কোটি রুপির বহুতল ভবন। মুম্বাইয়ের অভিজাত এলাকায় ২২ তলার এই অট্টালিকা উপহার হিসেবে মনোজকে দিয়েছেন তিনি।
সিয়াসট ডেইলির এ খবরে সরগরম সোশ্যাল মিডিয়া। এতে বলা হয়, বিভিন্ন সময়ে রিলায়েন্সের গুরুত্বপূর্ণ নানা চুক্তির সাফল্যের পেছনে অন্যতম এই মনোজ মোদি।
১৯৮০-র দশকে রিলায়েন্সে যোগ দেন তিনি। হয়ে ওঠেন মুকেশ আম্বানির ‘ডান হাত’।
করোনাকালীন সময়ে ফেসবুকের সঙ্গে জিওর প্রায় ৪৩ হাজার কোটি রুপির একটি চুক্তি হয়। এর পেছনেও অন্যতম হাত ছিল মনোজ মোদির।
যে সময়ে বিশ্বজুড়ে সংস্থাগুলো বিনিয়োগ পেতেই নাকানিচুবানি খাচ্ছিল, সেই সময়েই অভাবনীয় অঙ্কের বিদেশি বিনিয়োগ আনে রিলায়েন্স জিও। এর পেছনেও অন্যতম হাত ছিল মনোজ মোদির।
প্রতিবেদনে উল্লেখ করা হয়, মুকেশ আম্বানির পর এখন আকাশ আম্বানি ও ইশা আম্বানির সঙ্গে কাজ করছেন মনোজ মোদি। জিও থেকে শুরু করে রিলায়েন্স রিটেলের কাজকর্ম তিনি। তবে রিলায়েন্স গোষ্ঠীতে তার কিন্তু কোনো গুরুত্বপূর্ণ পদ নেই। কিন্তু নখদর্পণে রাখছেন সবকিছু।