রুশ প্রেসিডেন্ট ভ্লামিদির পুতিনের সঙ্গে কথা বলতে ক্যাথলিক খ্রিস্টানদের ধর্মগুরু ফ্রান্সিসের সহায়তা চেয়েছেন ইউক্রেনের উপ-প্রধানমন্ত্রী ইরিনা ভেরেশচুক। তিনি বলেছেন, মস্কোর অনুপ্রবেশে ক্ষতিগ্রস্ত বেসামরিক নাগরিকদের সহায়তা করার জন্য মানবিক করিডোর দেয়ার বিষয়ে পুতিনের সঙ্গে কথা বলতে পোপের প্রতি আহ্বান জানাচ্ছি।
ইউক্রেনে টেলিভিশনে সরাসরি ইরিনা বলেন, এই আলোচনা হবে বলে আমি আশাবাদী। এদিকে, আল জাজিরা এক প্রতিবেদনে জানিয়েছে, ইউক্রেনে রাশিয়ার সেনা অভিযানের সপ্তম দিনে খেরসন, খারকিভসহ বেশ কয়েকটি এলাকা রুশ সেনাদের দখলে যাওয়ার খবর ছড়িয়ে পড়েছে। এই পরিস্থিতি প্রাণ বাঁচাতে প্রতিদিন প্রতিবেশী দেশগুলোতে ছুটছে হাজার হাজার মানুষ।
জাতিসংঘের হিসেব বলছে, এ পর্যন্ত আট লাখ ৩৬ হাজারের বেশি মানুষ প্রাণ বাঁচাতে ইউক্রেন ছেড়েছে। জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর জানিয়েছে, এর মধ্যে সাড়ে চার লাখ ইউক্রেনের বাসিন্দা আশ্রয় নিয়েছে পোল্যান্ডে। রুশ আগ্রাসন অব্যাহত থাকায় প্রতিদিন ইউক্রেন ছেড়ে অন্য দেশে আশ্রয় নেয়া মানুষের সংখ্যা বাড়ছে।