ইউক্রেন পশ্চিমা অস্ত্র সহায়তা নিয়ে সম্প্রতি বহুপ্রতীক্ষিত পাল্টা হামলা শুরু করেছে। এ হামলা শুরুর পর ইউক্রেন পূর্বাঞ্চলীয় শহর বাখমুতের কাছে অগ্রগতি অর্জনেরও দাবি করেছে।
এক টেলিগ্রাম পেস্টে ইউক্রেনের উপপ্রতিরক্ষামন্ত্রী হান্না মালিয়ারবলেন, সাতটি বসত এলাকা (গ্রাম) মুক্ত করা হয়েছে। মালিয়ারের ভাষ্যমতে, গ্রামগুলোর মধ্যে রয়েছে দক্ষিণ জাপোরিঝঝিয়া অঞ্চলের লোবকোভো, লেভান্দে ও নভোদারিভকা।
ইউক্রেনের উপপ্রতিরক্ষামন্ত্রী বলেন, তার দেশের বাহিনী দোনেৎস্ক অঞ্চলের দক্ষিণের স্টোরোজেভ গ্রামও পুনরুদ্ধার করেছে। এর আগে গত রোববার কাছাকাছি আরও তিনটি গ্রাম পুনরুদ্ধার করা হয়।
মালিয়ার বলেন, পাল্টা হামলা চালিয়ে রাশিয়ার দখল থেকে যে ভূখণ্ড (গ্রাম) পুনরুদ্ধার করা হয়েছে, তার আয়তন ৯০ বর্গকিলোমিটার।
ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, কিয়েভের বাহিনী বাখমুত শহরের সীমানার দিকে ২৫০ থেকে ৭০০ মিটার অগ্রসর হয়েছে।
রাশিয়ার পক্ষ থেকে সোমবার দাবি করা হয়, ভেলিকা নোভোসিলকার কাছে দোনেৎস্ক অঞ্চলে ইউক্রেনীয় বাহিনীর হামলা প্রতিহত করেছে রুশ বাহিনী।
রাশিয়া আরও দাবি করে, ভেলিকা নোভোসিলকার কাছের দক্ষিণাঞ্চলীয় জাপোরিঝঝিয়ার লেভান্দে গ্রামের কাছেও ইউক্রেনীয় বাহিনীর হামলা রুশ বাহিনী ঠেকিয়ে দিয়েছে।
আন্তর্জাতিক গণমাধ্যমগুলো কিয়েভ ও মস্কোর এসব দাবি স্বাধীনভাবে যাচাই করতে পারেনি।
তবে রুশ সমর্থিত ব্লগাররা স্বীকার করেছে, দোনেতস্ক এবং জাপোরিজঝিয়া অঞ্চলে ব্যাপক লড়াই চলছে।