পাকিস্তানে বেড়েই চলেছে গাধার সংখ্যা। চলতি অর্থবছরে এই সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৯ লাখে। গত কয়েক বছর ধরেই এই সংখ্যা বাড়ছে।
পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।
প্রতিবেদনে বলা হয়, পাকিস্তানে গাধা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রাণী। চলাচল, পণ্য পরিবহন ও বর্জ্য ব্যবস্থাপনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে এই গাধা। আজ মঙ্গলবার প্রকাশিত প্রতিবেদনে দেখা গেছে, গত কয়েক বছরে হুট করে বাড়ছে গাধা।
প্রতিবেদনে বলা হয় ২০১৯-২০ সালে গাধার সংখ্যা ছিল ৫৫ লাখ, পরের বছরে তা হয় ৫৬ লাখ। গত বছর সেই সংখ্যা দাঁড়ায় ৫৭ লাখে। এবং সর্বশেষ প্রকাশিত তথ্য অনুযায়ী পাকিস্তানে গাধার সংখ্যা এখন ৫৯ লাখ।
দেশটর অর্থমন্ত্রী মুহাম্মদ আওরঙ্গজেব গাধার পাশাপাশি অন্যান্য গবাদিপশুর সংখ্যাও তুলে ধরেন। সেখানে দেখা যায় দেশটিতে গরুর সংখ্যা এখন ৫ কোটি ৭৫ লাখ, মহিষ ৪ কোটি ৬৩ লাখ, ভেড়া ৩ কোটি ২৭ লাখ এবং ছাগল ৮ কোটি ৭০ লাখ।
ঘোড়ার সংখ্যা আগের তুলনায় বাড়েনি বলেও জানানো হয়। চার বছর ধরে একই রকম আছে উটের সংখ্যা।