English

23 C
Dhaka
রবিবার, ডিসেম্বর ২২, ২০২৪
- Advertisement -

পাকিস্তানে পৃথক দু’টি হামলায় সামরিক সদস্যসহ নিহত ২০

- Advertisements -

পাকিস্তানে পৃথক দু’টি হামলায় প্রাণ হারিয়েছেন নিরাপত্তা বাহিনীর ১৩ জন সদস্য এবং বেসরকারি সংস্থার সাতজন নিরাপত্তারক্ষী। বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে বেলুচিস্তানের গওয়াদার জেলা এবং উত্তর ওয়াজিরিস্তানে।
প্রথম ঘটনাটি ঘটে বেলুচিস্তানে। সেখানে ফ্রন্টিয়ার কর্পসের (এফসি) সাত সদস্য নিহত হন। এদিকে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার বন্দর নগরী গওয়াদার থেকে করাচিগামী একটি সরকারি গাড়িবহরে হামলার ঘটনায় ১৪ জনের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার করাচি থেকে দু’শ ৫০ কিলোমিটার দূরের ওরমারা শহরের একটি মহাসড়কে হামলার শিকার হয় গাড়িগুলো।
এদিকে বেলুচিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী জিয়া ল্যাঙ্গোভ দাবি করেছেন, হামলার ঘটনায় ১৫ জন নিহত হয়েছেন। তিনি বলেন, সাত-আটজন হামলাকারী রকেট লঞ্চারসহ অন্য ভারি অস্ত্র নিয়ে হামলা চালিয়েছে। তবে তারা সবাই পালিয়ে গেছে।
ল্যাঙ্গোভ জানিয়েছেন, রাষ্ট্রায়ত্ত তেল-গ্যাস উন্নয়ন করপোরেশন লিমিটেডের কর্মীদের বহন করা হচ্ছিল ওইসব গাড়িতে। হামলায় বেশ কয়েকজন মারাত্মক জখম হয়েছেন।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন